ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার নয়া পরিষেবা আনল ট্যুইটার। যার পোশাকি নাম –হোয়াইল ইউ আর অ্যাওয়ে। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার যে ট্যুইটটি জনপ্রিয় বলে মনে করবে, সেটিকে ব্যবহারকারীর ট্যুইটার পেজের উপরের দিকে দেখানো হবে। যা অনেকটা ফেসবুকের জনপ্রিয় নিউজ ফিডের মতো। এমনটাই জানাচ্ছে দ্য গার্ডিয়ান।
রিপোর্টে প্রকাশিত, বিজ্ঞাপন ও প্রমোশনাল ট্যুইট ছাড়া এভাবে কোনও পোস্টকে শীর্ষে দেখাতো না ট্যুইটার। ট্যুইটারের তরফে এক বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘এবার থেকে আপনি যখনই লগ ইন করবেন, আপনি পাবেন এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।’ তাদের নয়া এই পরিষেবার লক্ষ্য, দিনভর লাখো ট্যুইটের মধ্যে যেন জনপ্রিয় ও প্রয়োজনীয় ট্যুইটটি হারিয়ে না যায়, খবর গার্ডিয়েনের। সংস্থা সূত্রে খবর, দৈনিক ৫০০ মিলিয়নেরও বেশি ট্যুইট করা হয়।