ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ে হতাশ ফন গাল

ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ে হতাশ ফন গাল

নববর্ষ কোনোভাবেই তার দলের ভাগ্য পরিবর্তন করতে পারেননি বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল। ইনজুরির কবলেপড়া দলটি নববর্ষের প্রথমদিনের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে স্টোক সিটির সঙ্গে।image_112516_0

বৃহস্পতিবার ব্রিটানিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে খারাপ একটি সম্ভাবনার জন্ম দেয় ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই রায়ান শাওক্রসের গোলে পিছিয়ে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত অবশ্য গোলটি পরিশোধ করেই পয়েন্ট ভাগাভাগি করতে সক্ষম হয় শিরোপা প্রত্যাশিরা। এদিন নতুন করে ইনজুরিতে পড়েছেন অ্যাশলে ইয়ং।

দলের অধিকাংশ তারকা খেলোয়াড়দের ইনজুরি সত্ত্বেও গালকে ভরসা দিচ্ছিলেন ইয়ং। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তাকেও এখন ঠিকানা খুঁজে নিতে হয়েছে সাইডলাইন। অন্তত একমাস সেখানেই কাটাতে হবে ইয়ংকে।

গাল বলেন, ‘সম্ভবত চার সপ্তাহের মতো তাকে বিশ্রামে থাকতে হবে। তবে আমি ডাক্তার নই (যে সঠিক অবস্থা বলতে পারব)।’ ম্যাচের ২৬ মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের সমতাসূচক গোলের ফলে অন্তত একটি পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে ইউনাইটেড। এদিন ফের নতুন বছরের ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি উপস্থাপন করেছেন গাল।

তিনি বলেন, ‘আপনারা এখন নিশ্চয় বাস্তব চিত্রটা অনুধাবন করতে পারছেন। অ্যাশলে ইয়ংও এই চাপ শেষ পর্যন্ত বহন করতে ব্যর্থ হয়েছেন।’

আগামী রোববার লীগ ওয়ানে ধুকতে থাকা ইয়েওভিল টাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে এফএ কাপের মিশনে নামতে যাচ্ছে ইউনাইটেড। যেখানে অনুপস্থিতিদের তালিকায় নতুন করে যোগ দিতে যাচ্ছেন ইয়ং।

গাল বলেন,‘খেলোয়াড়দের ভালভাবে দেখে নেবার পর শনিবার এফএ কাপের জন্য আমি পরিকল্পনার ছক সাজাব। এফ এ কাপ হচ্ছে সফলতা পাবার সংক্ষিপ্ত একটি পথ। তাই ওই টুর্নামেন্ট নিয়ে আমি খুবই আগ্রহী। আমার মনে হয় আমার খেলোয়াড়রাও এটি নিয়ে বেশ আগ্রহী।’

অবশ্য লীগ কাপের সেই দুখ:স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ইউনাইটেডকে। যেখানে তৃতীয় বিভাগের দল মিল্টন কেইনস ডনসের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। তাই গাল জানেন পশ্চিমাঞ্চলীয় দলটির সামনে আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে তার দল।

এদিকে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করতে না পারায় হতাশা ব্যক্ত করেছেন স্টোক সিটির কোচ মার্ক হিউজ। ইউনাইটেডের বিপক্ষে একটি মাত্র পয়েন্ট সংগৃহীত হওয়ায় তিনি খুব একটা সন্তুষ্ট নন উল্লেখ করে বলেন, ‘তবে আমরা কতটুকু এগিয়েছি তার একটি চিত্র এর মাধ্যমে ফুটে ওঠেছে। ইউরোপের শীর্ষস্থানীয় একটি ক্লাবের বিপক্ষে আমরা যে খেলাটি খেলেছি তাতে একটি মাত্র পয়েন্ট লাভ করাটা হতাশার। আমরা সেরা সুযোগ সৃষ্টি করেছিলাম এবং আমাদের খেলার একটি সেরা দৃষ্টান্ত সৃষ্টি করেছি।’

এখন এফএ কাপে রেক্সহ্যামকে আতিথেয়তা দেবার অপেক্ষায় রয়েছেন স্টোক সিটির কোচ। তিনি বলেন, ‘আমি এখন (ব্রিটানিয়া স্টেডিয়ামে) ম্যাচের জন্য অপেক্ষা করছি। এটি হবে এফএ কাপের দারুণ একটি ম্যাচ। যেখানে রেক্সহ্যাম অন্তত ৫ হাজার দর্শককে সঙ্গে নিয়ে আসবে।’ সূত্র: ওয়েবসাইট

খেলাধূলা শীর্ষ খবর