কামারুজ্জামানের শুনানি মুলতবি

কামারুজ্জামানের শুনানি মুলতবি

জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানের যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ মার্চ পর্যন্ত মুলতবি হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল।

তবে জামায়াত নেতার আইনজীবীরা সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল শুনানি পিছিয়ে ১৮ মার্চ নতুন তারিখ ঠিক করে দেয়।

কামারুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গত ৩১ জানুয়ারি আমলে নেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

গত বছরের ২১ জুলাই জামায়াত নেতার ‘যুদ্ধাপরাধ’ তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। এরপর ওই বছরের ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।

রাজনীতি