যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম কমেছে

যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম কমেছে

যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম কমেছে ৫ শতাংশের বেশি। এর ফলে বিনিয়োগকারীরা বিশ্ব অর্থনীতি নিয়ে আশাবাদী হয়ে উঠছেন বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন।

গত বুধবার নিউইর্য়কে এক আউন্স স্বর্ণের সর্বনিম্ন মূল্য ছিল ১ হাজার ৬শ ৮৮ দশমিক ৪৪ মার্কিন ডলার। অন্যদিকে একই দিন এর সর্বোচ্চ মূল্য ছিল ১ হাজার ৭শ ৯১ দশমিক ৪৯ ডলার।

এদিকে বৃহস্পতিবার এশিয়ার বাজারে অবশ্য আগের অবস্থানে কিছুটা স্থিতিশীল দেখা গেছে। এখানে এক আউন্স স্বর্ণ কেনাবেচা হয়েছে ১ হাজার ৭শ ১৯ দশমিক ৩৪ মার্কিন ডলারে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান অবশ্য আশার বাণী শুনিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে।

বিশ্ব অর্থনীতির এই অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগই এখন সবচেয়ে নিরাপদ বলে মনে করছে মানুষ।

বিশ্লেষকরা বলছেন, অবশ্য যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের আশাবাদী বাণীর অর্থ আরো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগ্রহী হয়ে ওঠা।

যদিও যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাম্প্রতিক তথ্য উপাত্ত বেশ উৎসাহব্যাঞ্জক তারপর্ও কোনো কোনো বিশ্লেষক বলছেন, মার্কিন অর্থনীতি এখনো যথেষ্ট ভঙ্গুর। প্রবৃদ্ধিতে যেকোনো নতুন উদ্বেগ বিনিয়োগকারীদের আবারো স্বর্ণের দিকে মনযোগী করবে।

আন্তর্জাতিক