অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন: কামরুল

অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন: কামরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘‘পরিস্থিতি যাই হোক না কেন আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।’’

শুক্রবার সকালে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘গনতন্ত্রের জন্য নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মাদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতিশ চন্দ্র রায়। বক্তব্য রাখেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম ও ঢাকা মহানগর আয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।

বিরোধী দলকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, ‘‘আগামী সাধারণ নির্বাচনের এখনো দুই বছর বাকি থাকলেও বিরোধী দল এখনি তত্বাবধায়ক সরকারের দাবিতে মাঠ গরম করার চেষ্টা করছে। রোডমার্চ, হরতাল অবোরধ করে সরকারকে ভয় দেখানোর চেষ্টা করছে। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ হবে না। পৃথিবীর কোথাও এই ধরনের অগনতান্ত্রিক পদ্ধতি নেই। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।’’

তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের কোনো কাজে বর্তমান সরকার হস্তক্ষেপ করছে না। সংসদে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে। বর্তমান সরকার ইতিমধ্যে প্রমাণ করেছে নির্বাচিত সরকারের অধীনে নিরেপেক্ষ নির্বাচন সম্ভব।’’

রাজনীতি