বেনাপোল সীমান্তে ২৫ বাংলাদেশি নারী, শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে তারা ভারতে প্রবেশের চেষ্টাকালে তারা আটক হয়েছে বলে বিজিবি জানিয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও বাগেরহাট জেলার বাসিন্দা।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব হোসেন জানান, সোমবার সকালে গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে আটক করা হয় ৫ নারী ও পুুরুষকে। অপরদিকে সোমবার ভোররাতে ভারতের বনগাঁয় পেট্টাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৭ নারী ৬ শিশু ও ৭ পুরুষকে আটক করা হয়। তাদেরকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার কাওসার আলী জানান, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে যশোরে আদালতে পাঠানো হয়েছে।