পাকিস্তানে ৩ শতাধিক সন্দেহভাজন সন্ত্রাসী আটক

পাকিস্তানে ৩ শতাধিক সন্দেহভাজন সন্ত্রাসী আটক

pakistanপাকিস্তান নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ শতাধিক সন্ত্রাসীকে আটক করেছে। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে রাজধানী ইসলামাবাদ থেকে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেক বিদেশিও রয়েছে। এছাড়া অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে দেশটিতে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানদের হামলায় শিশুসহ ১৪৮ জন নিহতের ঘটনায় পাকিস্তান সরকার দেশব্যাপী কঠোর অবস্থান নিয়েছে। ওই হামলায় নিহতদের অধিকাংশই ছিল শিক্ষার্থী।

শনিবারের অভিযানে অংশ নেয় দেশটির কমান্ডার বাহিনী, বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী ও  ডগ স্কোয়াডের ছয়টি দল।

দেশটির পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি পত্রিকা ডন এ খবর প্রকাশ করেছে।

একজন পুলিশ কর্মকর্তার উদ্বৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, দুইজন জঙ্গির ফাঁসি হওয়ার পর জঙ্গিদের হুমকির প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়েছে।

আফগান শরণার্থি এলাকা, বাস স্টেশন এবং নির্মাণাধিন ভবনগুলোতে জঙ্গির খোঁজে এ অভিযান চালানো হয়।

সূত্র : হিন্দুস্থান টাইমস

আন্তর্জাতিক