হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক যাত্রী ফরিদ মাতবর রোববার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তার বাড়ি শরিয়তপুরে।
কাস্টমসের যুগ্ম কমিশনার জিয়া উদ্দিন জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটটি রোববার মধ্যরাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী ফরিদ মাতবর বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালায়।
তিনি জানান, তল্লাশির এক পর্যায়ে ফরিদের মোজার ভেতরে লুকানো অবস্থায় ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ৭০০ গ্রামেরও বেশি। উদ্ধারকৃত এই স্বর্ণের দাম প্রায় ৪০ লাখ টাকা।