এবার ১০০ খ্রিস্টানকে হিন্দুতে ধর্মান্তরিত করেছে বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার দক্ষিণ গুজরাটের বালসাদে এ ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ব হিন্দু পরিষদ জানায়, “যাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে তারা পূর্বে হিন্দু ছিল।‘ঘর বাপসি’ অনুষ্ঠানের মাধ্যমে তাদের আবারো হিন্দু ধর্মে নিয়ে আসা হয়েছে।”
পরিষদটি জানায়, তারা কাউকে জোর করে নয়, যারা ধর্মান্তরিত হয়েছে তারা স্বেচ্ছায় হয়েছে।
বালসাদ হিন্দু পরিষদ সভাপতি অজিত সোলানকি বলেন, “জোর করে কাউকে ধর্মান্তিরত করা হয়েছে এমন কোন অভিযোগ আমরা পাইনি। তারা যেকোনো ধর্মের ব্যাপারে স্বাধীন।”
ধর্মান্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারি সবাইকে একটি করে ‘ভগবত গীতা’ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩০০০ লোক জড়ো ছিল বলে জানা গেছে।
এর আগে আগ্রায় ৫৭ জন মুসলমানকে ধর্মান্তরিত করার পর থেকেই দেশটিতে এ নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।–এনডিটিভি।