হারিছ-আরিফসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হারিছ-আরিফসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

haris arifসাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক এবং হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউসসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

রোববার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক রশিদ আহমেদ এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল এই ১১ জনের নাম যোগ করে রোববার হবিগঞ্জের আদালতে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন।

এদিকে, অভিযোগপত্র গ্রহণ কেন্দ্র করে আদালত এলাকা ও হবিগঞ্জ শহরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বাংলাদেশ