ইবোলা আতঙ্কে সোমালিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে সিয়েরালিয়ন। ইবোলা ছড়িয়ে পড়ার ভয়ে পশ্চিমের এ দেশটিকে সেনা মিশনে নিষিদ্ধ করেছে আফ্রিকান ইউনিয়ন। এরপরই এ সিদ্ধান্ত নেয় সিয়েরালিয়ন।
২০১৩ সালে আল-কায়েদা নিয়ন্ত্রিত শাবাব গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে এক বছরের জন্য সোমালিয়ায় ৮৫০ সেনা মোতয়েন করে দেশটি। সিয়েরালিয়নে এক সেনার ইভোলা ধরা পড়ায় সেনা বদলের বিষয়টি কিছুটা পিছিয়ে পড়ে।
সোমালিয়া সংক্রান্ত আফ্রিকান ইউনিয়ন প্রতিনিধি মামান সিধু এ বিষয়ে বলেন, “তাদের চলে যেতে হবে। তারা থাকুক এটা আমার চাই, তবে তারা এখানে অনেকদিন ধরে আছে। পরিস্থিতির আলোকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
গত আগস্ট মাসে নতুন বিদেশি সেনা নিয়োগ নিয়ে সমালোচনা মুখে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেন, “সিয়েরা লিয়ন থেকে এ দেশে আর কোনো নতুন সেনা নেয়া হবে না।”-আল-জাজিরা।