বিজ্ঞানী মাকসুদুল আলমের ইন্তেকাল

বিজ্ঞানী মাকসুদুল আলমের ইন্তেকাল

maksudulপাটের জীবন রহস্য আবিষ্কারক বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বাংলাদেশ সময় রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞানী মাকসুদুল আলম লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তিনি ২১ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাকসুদুল আলমকে যুক্তরাষ্ট্রে দাফন করা হবে।

প্রসঙ্গত, এই বিজ্ঞানী ১৯৫৪ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে রাশিয়ার মস্কো বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএস ডিগ্রি লাভ করেন।

১৯৮২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। এরপর, ১৯৮৭ সালে জার্মানির ম্যাঙ প্লাঙ্ক ইনস্টিটিউট থেকে বায়োকেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

২০১০ সালে পাটের জীবনরহস্য উন্মোচন করে দেশে-বিদেশে সাড়া ফেলে দেন এই বিজ্ঞানী। বিশ্বের ৩টি ফসল, ৪টি জীবাণুসহ ১৯টি জীবের জীবনরহস্য উন্মোচনের নেতৃত্বে ছিলেন মাকসুদুল আলম। সবশেষ মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ