খালেদার আন্দোলন বাস্তব রূপ লাভ করবে না: হানিফ

খালেদার আন্দোলন বাস্তব রূপ লাভ করবে না: হানিফ

hanifপ্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া যত অপকর্ম, দুর্নীতি ও সন্ত্রাস করেছিলেন, এজন্য বাংলার জনগণ তাকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছে। সেই আস্তাকুঁড় থেকে তাকে আর জনগণ ফিরিয়ে আনেনি।

তাই তার আন্দোলন মিডিয়ার মধ্যেই থাকবে, বাস্তবে রূপ লাভ করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ।

আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে গিয়ে পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এছাড়া সম্মলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাস। যারা তাকে অসম্মান করতে চায়, ছোট করতে চায়, তারা নিজেরাই আজ ঘৃণার পাত্রে পরিণত হয়েছে।

তাই এ ধরনের উক্তির মাধ্যমে ইতিহাসকে বদলানো যাবে না।

তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে ডোবানোর জন্য এই মানুষটিই যথেষ্ট আর কাউকে লাগবে না।

এদিকে দীর্ঘ ১০ বছর পর শনিবার অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

পাবনা পুলিশ লাইন মাঠে দুপুর একটায় সম্মেলন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

এছাড়া  জাহাঙ্গীর কবির নানক, লে: কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান, আবু সাইদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত আছেন।

দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। শহরকে সাজানো হয়েছে নতুন সাজে। শহর ও শহরের বাইরে নির্মিত হয়েছে অসংখ্য তোরণ। শোভা পাচ্ছে নেতাকর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন।

সম্মেলন সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

রাজনীতি