শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-২ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। এরপরও অ্যালিস্টার কুক তার পদে বহাল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কিন্তু শুক্রবার নির্বাচক কমিটির বৈঠকে কুককে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়। নতুন অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয় ইয়ন মরগানকে।
বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার যে আশা এতোদিন মনে পোষণ করছিলেন কুক সেটা আর আশার আলো দেখল না। এদিকে মেঘ না চাইতেই বৃষ্টির মতো ইয়ান মরগান পেয়ে গেলেন অধিনায়কত্ব। ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন তিনিই।
মরগান আয়ারল্যান্ডের হয়ে তার ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন। ইতিমধ্যে ইংল্যান্ডের হয়ে ১০৭টি একদিনের ম্যাচ খেলেছেন। তবে খুব একটা ভালো ফর্মে নেই মরগান। সবশেষ ২৩ ম্যাচে তার রানের গড় ২৫.৪৫। সবশেষ ১৯ ইনিংসে তার রয়েছে মাত্র একটি হাফ সেঞ্চুরি।
এদিকে এলিস্টার কুক ইংল্যান্ডকে ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৬টিতে জয়, ৩০টিতে হার মেনেছেন। ১টি ম্যাচ টাই হয়েছে। দুটি হয়েছে পরিত্যক্ত।