গণতন্ত্র শক্তিশালী করতে সব দলের অংশগ্রহণ জরুরি : মজিনা

গণতন্ত্র শক্তিশালী করতে সব দলের অংশগ্রহণ জরুরি : মজিনা

mojina khaledaবাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করতে হলে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অংশ গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

বুধবার বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জে খালেদা জিয়ার যে জনসভাটি হয়েছে, তাতে ব্যাপক মানুষের সমাগম ও তাদের অনুভূতির কথা আমাকে জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ জায়গা। এদেশের মানুষও খুব ভালো, ভেরি স্পেশাল। ‘আই সুড নট সে- গুড বাই’- আবার দেখা হবে। আমি আগামী বছর বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গীত উৎসবে যোগ দিতে এদেশে আসব।

বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে স্বস্ত্রীক বিদায়ী সাক্ষাৎ করেন ড্যান ডব্লিউ মজীনা।

রাজনীতি