বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করতে হলে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অংশ গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
বুধবার বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জে খালেদা জিয়ার যে জনসভাটি হয়েছে, তাতে ব্যাপক মানুষের সমাগম ও তাদের অনুভূতির কথা আমাকে জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ জায়গা। এদেশের মানুষও খুব ভালো, ভেরি স্পেশাল। ‘আই সুড নট সে- গুড বাই’- আবার দেখা হবে। আমি আগামী বছর বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গীত উৎসবে যোগ দিতে এদেশে আসব।
বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে স্বস্ত্রীক বিদায়ী সাক্ষাৎ করেন ড্যান ডব্লিউ মজীনা।