এককালের তুখোড় ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন, “মুজিবকোট পরে রাজনীতি করার অঙ্গীকার করেছিলাম দেশবাসীর কাছে। মুজিবকোট পরেই রাজনীতি করব। বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। এ আওয়ামী লীগ সরকারি। দিলীপ বড়ুয়া ও এইচ টি ইমামের আওয়ামী লীগে আমি নেই, আমি আছি বঙ্গবন্ধুর আদর্শের ধারায়।”
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বিজয় দিবসে স্মৃতিসৌধে মুজিবকোট পরে শ্রদ্ধা জানান সংস্কারবাদী হওয়ার অপরাধে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়া এই নেতা।
একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এখনো যে আওয়ামী লীগের মন্ত্রীরা জয়বাংলা বলেন না তারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন বলে আমি মনে করি না। আমি আজীবনই বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই রাজনীতি করে যাব।”