মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

bsf28মেহেরপুর: সুনামগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশীকে আটকের পর এবার মুজিবনগরের সোনাপুর সীমান্তে নজরুল ইসলাম (৪২) নামের আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার সকালের দিকে সীমান্ত দিয়ে গরু নিয়ে আসার পথে তাকে ধরে নিয়ে যায়। তিনি সোনাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, সকালে সোনাপুর সীমান্তের ১০৭ নং মেইন পিলারের কাছে গরু আনতে যায় নজরুল ইসলাম সহ কয়েকজন গরু ব্যাবসায়ী। দু’টি গরু নিয়ে আসার পথে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ব্যাপারে বেলা বারটার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নং পিলারের কাছে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসএফ সদস্যরা জানান, তার কাছে ধারোলে অস্ত্র থাকায় ভারতীয় আইন অনুযায়ী নদীয়া জেলার চাপড়া থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

তবে এ ব্যাপারে মুজিবনগর ক্যাম্প কমান্ডার আবুতাহের জানান,নজরুল ইসলাম একজন কৃষক। সকালে তার জমিতে কলা কাটতে গেলে ভারতীয় সীমান্তে অবৈধ্য অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

বাংলাদেশ