পেশোয়ারের আর্মি স্কুলে জঙ্গি হামলার পর মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে টেলিফোন করেছেন নরেন্দ্র মোদি।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী মোদি গভীর শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। মঙ্গলবারের ওই হামলায় ১৪০ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৩২ জনই শিশু।
এ সম্পর্কে মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন, আমি টেলিফোনে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে কথা বলেছি এবং পেশোয়ারের সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছি।
এছাড়া পাকিস্তানের এই গভীর শোকের দিনে ইসলামাবাদকে সবধরনের সহযোগিতারও প্রস্তাব দিয়েছেন মোদি।
এছাড়া পেশোয়ার স্কুলে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের স্কুলগুলোতে দু মিনিটের নীরবতা পালনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
সম্প্রতি কাশ্মীরে সীমান্তে পাক-ভারত সেনাদের মধ্যে গুলি বিনিময় এবং দু পক্ষেরই বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার জের ধরে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে দু দেশের মধ্যকার সচিব পর্যায়ের নির্ধারিত আলোচনা বাতিল করে দিয়েছিল ভারত।
দিল্লির পাক হাই কমিশনার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করার প্রতিবাদে তারা ওই নির্ধারিত বৈঠক বাতিল করে দেয়।