ভারতের আগ্রায় ধর্মান্তরকরণ মামলায় প্রধান অভিযুক্ত নন্দ কিশোর বাল্মিকীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। অবশ্য তাকে গ্রেফতারের আগেই তার ছেলে রাহুল এবং কৃষ্ণ কুমার নামে অন্য একজনকে আগেই পুলিশ গ্রেফতার করে।
গত ৮ ডিসেম্বর আগ্রার একটি এলাকায় হিন্দু ধর্মে গণধর্মান্তরকরণের পেছনে প্রধান মাথা ছিলেন এই নন্দ কিশোর বাল্মিকী। আগ্রার সদর পুলিশ থানায় তার নামে এফআইআর দায়ের হয়। আগ্রার কাবাদ বস্তি এলাকার কতিপয় মুসলিম পরিবারকে জোর করে হিন্দু ধর্মে ধর্মান্তরকরণের অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। প্রায় ২০০ জনকে ওইদিন ধর্মান্তরিত করা হয়।
ধর্মান্তরিত পরিবারগুলোর পক্ষ থেকে ৯ ডিসেম্বর বাল্মিকীর বিরুদ্ধে ভয় আর লোভ দেখিয়ে ধর্মান্তরকরণে বাধ্য করার অভিযোগ আনা হয়। ধর্মান্তরিতদের মধ্যে ইসমাইল নামে একব্যক্তির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাকে গ্রেফতার করার জন্য ১২ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।
বাল্মিকীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩(বি) ও ৪১৫ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। সূত্র: আইআরআইবি