চার দফা দাবিতে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন শিক্ষার্থীরা কাফন মিছিল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধা মুখে পড়ে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে সচিবালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
রমনা জোনের (এসি) শিবলী নোমান সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। তারা পুলিশের বাধা অমান্য করে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
তবে বিএসসি ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক সারোয়ার হোসনে ভুইয়া দাবি করেন, “পুলিশ ১৫ জনকে আটক করে নিয়ে গেছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে নেয়া হয়েছে।”