বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলে শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে।
রোববার সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, যত দিন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে না, তত দিন পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে না।
একাত্তরের ঘাতকরা বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে জাতিকে পিঁছিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ পিঁছিয়ে যায়নি, এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৯ সালের এক দিন আগেও কোনো নির্বাচন হবে না। সরকারের মেয়াদ শেষ হলে সঠিক সময়ে নির্বাচন হবে। তার আগে আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না।