ইরাকে আরো একটি শহর দখলে নিল আইএস

ইরাকে আরো একটি শহর দখলে নিল আইএস

is iraqইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের একটি শহর শনিবার দখল করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এসময় তারা ওই শহরের ১৯ পুলিশ সদস্যকে হত্যা করেছে। সেই সাথে অনেককে আটক করা হয়েছে।

আলজাজিরা ও রয়টার্সের খবরে বলা হয়, ইরাকের আনবারের প্রদেশের রাজধানী রামাদি থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে আল-ওয়াফা শহর দখলে নিতে শুক্রবার থেকে ব্যাপক হামলা শুরু করে আইএস যোদ্ধারা। শনিবার শহরটি দখলে নিতে ১৯ পুলিশকে হত্যার পাশাপাশি আরো অনেককে আটক করে।

আল-ওয়াফা ছাড়াও অপর দুই শহর হিত ও কুবাইসা দখলে নিয়েছে আইএস। তবে এখনও প্রাদেশিক রাজধানী রামাদির নিয়ন্ত্রণ ইরাকি প্রশাসনের হাতে রয়েছে। ইরাকি সরকার আইএস প্রতিরোধে রামাদিতে অতিরিক্ত পুলিশ পাঠিয়েছে।

আল-ওয়াফার মেয়র হুসেন কাসার বলেছেন, ‘শুক্রবার থেকে আইএসের বিরুদ্ধে লড়াই করছিল পুলিশের সদস্যরা। কিন্তু যথেষ্ট গোলাবারুদের অভাবে ব্যর্থ হয়েছে পুলিশ এবং শহরটির নিয়ন্ত্রণ হারাতে হয়েছে।’

মেয়র বলেন, আমি শঙ্কিত, কারণ এখন আমরা একা হয়ে পড়েছি। বিভিন্ন বাধা স্বত্ত্বেও আইএস দিন দিন আরো বেশি শক্তিশালী ও অপ্রতিরোধ্য হয়ে উঠছে বলে ইরাক প্রশাসনের অনেক কর্মকর্তা মনে করছেন।

আন্তর্জাতিক