বাংলাদেশ স্বাধীন হলেও যাতে এর অগ্রযাত্রা ব্যাহত হয় সেই কারণেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে সেজন্য বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে পঙ্গু করার নীলনকশা করা হয়েছিল।
তিনি বলেন, আইনকে পাশ কাটিয়ে সরকার কোনো কাজ করবে না। আইন অনুযায়ী সময়মতো যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবস্থান চিহ্নিত করে তাদের ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে। পলাতক খুনিরা বারবার অবস্থান এবং কৌশল পরিবর্তন করছে, কিন্তু সরকার তাদের অবস্থান চিহ্নিত করে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।