ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসে কমপক্ষে ৮ জন নিহত এবং ১০০ জন নিখোঁজ রয়েছেন।
জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে জাভার মধ্যাঞ্চলের জেমব্লাং গ্রামে ভূমিধসের কারণে বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। এরপর শত শত উদ্ধারকারী ঘটনাস্থলে গিয়ে মাটি ও নুড়ি পাথর সরানোর চেষ্টা করছেন।
সংস্থার মুখপাত্র সুতোপো পুরবো নুগ্রুহো বলেন, এখন পর্যন্ত ৮ জনের লাশ পাওয়া গেছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ১০০ জন। আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি।
তিনি বলেন, ভূমিধসে একটি রাস্তা কাদায় ঢেকে গেছে। রাস্তা থেকে মাটি সরানোর জন্য আমাদের ভারী যন্ত্রপাতি প্রয়োজন।
নাম প্রকাশ না করার শর্তে সংস্থার অপর এক কর্মকর্তা জানান, ২০০ উদ্ধারকর্মী ও ৫০০ স্বেচ্ছাসেবী নিখোঁজদের অনুসন্ধান কাজে অংশ নিচ্ছেন।