শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ১১ হাজার ভারতীয় সেনা রক্ত দিয়েছেন। স্বাধীন বাংলাদেশ অর্জনে তাদের অবদানও কম নয়। এ কারণে দুই দেশের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয়। যা আগামীতেও বজায় থাকবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-ভারত ছাত্র মৈত্রী সমিতি এর আয়োজন করে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সব ধরনের সহযোগিতা করেছে। আগামীতেও তা করবে বলে আমরা আশাবাদী।
ভারতীয় হাই কমিশনের রাজনৈতিক সচিব নিনাথ দেসপান্ডে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশকে প্রতিবেশী মিত্র দেশ হিসেবে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, প্রফেসর আবুল মকসুদসহ আরো অনেকে।