সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন সহিংস হলে জনগনের জানমাল রক্ষায় সরকার কঠোর অবস্থানে যাবে।
শনিবার ধামরাইয়ের ইসলামপুর সড়ক বিভাগের পরিদর্শন বাংলোর সম্প্রসারিত ভবন উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকে বিএনপি গণঅভ্যুত্থানের ডাক দিলেও দেশে আন্দোলনের ইস্যু এবং বিএনপির সাংগঠনিক প্রস্তুতি কোনটাই নেই। তাই আন্দোলনে গিয়ে বিএনপি সফল হতে পারবে না।
তিনি বলেন, এতদিন তারা নিজেদের আন্দোলনকে গণআন্দোলন বলে এসেছে। এখন সেটিকে গণঅভ্যুাত্থান বলার চেষ্টা করছে। রাজনীতির ভাষায় গণআন্দোলনকে নদীর স্রোতের সঙ্গে তুলনা করা যায়। আর গণঅভ্যুাত্থানকে তুলনা করা যায় সমুদ্রের গর্জনের সঙ্গে। কিন্তু এত দিন গণআন্দোলনের আদলে বিএনপি নদীর স্রোতের সমান ঢেউ তুলতে পারেনি।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকে বলে তা সফল হয় না।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন হতাশা থেকেই মাঝে মাঝে আন্দোলনের ডাক দিয়ে থাকে। কিন্তু তিনি নিজেও আন্দোলনমুখী নন। রাজনীতির মাঠে মামলা মোকাদ্দমা হতাশা থাকবে। এসব যারা জয় করতে পারবে তারাই টিকে থাকবে ।