ঝড়ে পড়া গ্রাহকদের ফিরিয়ে আনতে ‘জামাই আদর’ প্যাকেজ চালু করেছে রাষ্ট্রায়ত্ত্ব অপারেটর টেলিটক। আর এই অফারের মাধ্যমে অল্পদিনের মধ্যেই বিদ্যমান সক্রিয় গ্রাহক সংখ্যা ৩৭ লাখ থেকে ছাড়িয়ে অর্ধ কোটির কাছাকাছি পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টেলিটকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ।
এদিকে ‘জামাই আদর’ অফারে গত ৩০ সেপ্টেম্বরের আগে থেকে যেসব টেলিটক সিম অব্যবহৃত রয়েছে সেগুলোতে ২০ টাকা রিচার্জ করতে হবে। নেটওয়ার্কে ফিরে এলে প্রথম মাসে অন নেটে (টেলিকট টু টেলিটক) প্রতিমিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন গ্রাহক। আর অফ নেটে (অন্য অপারেটরে) প্রতি মিনিট ৬০ পয়সায় কথা বলতে পারবেন।
এর বাইরে প্রথম মাসে গ্রাহক ৫০০ এমবি ডেটা ফ্রি পাবেন। এছাড়াও গ্রাহক যদি ওই একই মাসে আরো একবার ২০ টাকা রিচার্জ করেন তাহলে দ্বিতীয় মাসের জন্যও তিনি আরো একবার একই সুবিধা পাবেন।
নতুন এ অফারের ব্যবহৃত ডেটার পরিমাণ জানতে ‘ইউ’ লিখে ১১১ নম্বরে সেন্ড করলে তথ্য পাওয়া যাবে।
অন্যদিকে অফারটি নির্দিষ্ট নম্বরের বিপরীতে প্রযোজ্য হবে কিনা তা জানতে নম্বরটি লিখে ১১২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে তা জানানো হবে।