৪ কোটি ৮০ লাখ ডলারের বিদেশি ঋণের অনুমোদন

বেসরকারি খাতে ৫ প্রকল্পে জন্য ৪ কোটি ৮০ লাখ ডলারের (৪৮ মিলিয়ন) বিদেশি ঋণের অনুমোদন দিলো বিদেশি ঋণের ক্রটিনি কমিটি।

বুধবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যেসব প্রকল্পে এই ঋণের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো- সান সাইং সিমেন্ট লিমিটেড (২০ মিলিয়ন ডলার), এসিএস টাওয়েল লিমিটেড (১০ মিলিয়ন ডলার), এমজেএল বাংলাদেশ (১৫ মিলিয়ন ডলার), প্যাসিফিক টেলিকম লিমিটেড (দশমিক ৯৫ মিলিয়ন ডলার) এবং এডিএন সিস্টেম লিমিটেড (১ দশমিক ৯ মিলিয়ন ডলার)।

অনুমোদন এই ঋণের কার্যকর সুদের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এসব ঋণ ডলারের দর বৃদ্ধি, ব্যালেন্স অব পেমেন্টে চাপ কমাবে।

সভায় জানানো হয়, আরো বিদেশি অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

অর্থ বাণিজ্য