দেশের অর্থনীতি নিয়ে ভাবনার কিছু নেই বলে মন্তব্য করেছে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশের সুপার স্টার গ্রুপ ও ভারতের খৈতান গ্রুপের সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর ও সুপার স্টার ফ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, ভারতের সঙ্গে ৪ বিলিয়ন ডলার ও চীনের সঙ্গে ৫ বিলিয়ন মিলিয়ে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি ৯ বিলিয়ন ডলার। অণ্যদিকে বাংলাদেশের মোট রপ্তানি আয় ১৮ বিলিয়ন ডলার। এছাড়া প্রবাসীদের মাধ্যমে গত বছর দেশে মোট ১২ বিলিয়ন ডলার দেশে এসেছে।
এর মাধ্যমে বোঝা সম্ভব দেশের অর্থনীতি কী অবস্থায় রয়েছে।
এছাড়া বিদেশ থেকে আমরা যে সকল পন্য আমদানি করছি, তার অধিকাংশই ব্যয় হচ্ছে শিল্প কারখানার সরঞ্জাম ও কাঁচামাল আমদানিতে। তাই এ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া ভারত ও চীনের ব্যবসায়িদের বাংলাদেশে শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান শিল্পমন্ত্রী। পাশাপাশি দেশে যে কোনো ধরনের শিল্প কারখানাই দেশের উন্নতির জন্য ও কর্মসংস্থানের জন্য উৎসাহব্যঞ্জক বলে মনে করেন তিনি।
অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রির (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ জাপান ও ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে শিল্প কারখানা স্থাপানের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এমনিতেই উন্নত হচ্ছে। আপনারা আমাদের দেশে এসে উৎপাদন শুরু করলে সে ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে উন্নত হব।
পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহীম বলেন, ভবিষ্যতে সুপার স্টার গ্রুপ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধারাবাহিতকায় নতুন নতুন পণ্য সুপার স্টার গ্রুপের ভোক্তাদের হাতে তুলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএফ হাসান আরিফ, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি বি স্যাম, জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়াসুহারো সিনতো ও ভারতের খৈতান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সুনীল কে খৈতান।