ফেসবুকে ‘আনলাইক’ বাটনের আদলে কিছু একটা যোগ করার চিন্তা চলছে। ক্যালিফোর্নিয়ায় এক প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, সরাসরি আনলাইক নয়, কিন্তু মানুষ যাতে তাদের খারাপ লাগার প্রকাশ ঘটাতে পারে, তেমন কিছু যোগ করার কথা আমরা ভাবছি।
উদাহরণ দিয়ে তিনি বলেন, কারও মৃত্যু সংবাদে যেমন লাইক দেয়া যায় না, আবার আনলাইকও দেয়া ভালো দেখায় না। কিন্তু তার দুঃখ পাওয়ার অনুভূতিটি যেন সহজে প্রকাশ করতে পারে, সে বিষয়টি ভাবা হচ্ছে।
ফেসবুক বলছে, পৃথিবীতে প্রতিদিন সাড়ে ৪ বিলিয়ন লাইক দেয়া হয়ে থাকে। অনেক অনুষ্ঠানে অনেকেই ‘লাইক’ এর মতো একটি ‘আনলাইক’ বাটনের কথা আমাকে বলেছেন। মার্ক জুকারবার্গ বলেন, কিন্তু আমার পৃথিবীকে এ রকম নেতিবাচক কিছু দিতে চাই না।
ফেসবুকে অনেক বানোয়াট লাইক দেয়ার যে অভিযোগ রয়েছে, সেটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মার্ক জুকারবার্গ জানিয়েছেন।
এদেরকে ‘লাইক খামার’ অভিহিত করে মার্ক জুকারবার্গ বলেন, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন।