বিশ্ব বিপণন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বিপণন সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিসহ বিশ্ব বিপণন ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিচ্ছেন বিপণন শাস্ত্রের গুরুখ্যাত ফিলিপ কটলারসহ বিশ্বের কমপক্ষে ৬০ জন শীর্ষ বিপণন ব্যক্তিত্ব।
সম্মেলনে বিভিন্ন বক্তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি থাকছে কমপক্ষে ১০টি ইনকিউবিটর পর্ব, ১২টি সাধারণ পরিকল্পনামূলক পর্ব এবং ১০টি প্রধান নির্বাহী কর্মকর্তা পর্যায়ের বৈঠক। পাশাপাশি সম্মেলন চলাকালে থাকবে বিপণন ও বাণিজ্য প্রদর্শনী। যেখানে প্রদর্শিত হবে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার প্রদর্শনী।
সম্মেলন উপলক্ষে বুধবার বাংলাদেশে এসেছেন অধ্যাপক ফিলিপ কটলার এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) মহাসচিব সুপাচাই পানিচপাকদি।
বিপণন সম্মেলনের মূল আলোচনার বিষয়বস্তু হলো— স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও শিক্ষা।