হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আন্দোলনের অবসান!

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আন্দোলনের অবসান!

honkonkহংকং শহরের কেন্দ্রস্থল থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের সরিয়ে দিতে শুরু করেছে সেদেশের কর্তৃপক্ষ। গণতন্ত্রের দাবিতে ২ মাস ধরে হংকং কেন্দ্রীয় এলাকায় অবস্থান করছিল আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের রাস্তায় বিক্ষোভকারীদের ক্যাম্প ভেঙ্গে ব্যারিকেড সরিয়ে দেয়ার কাজ শুরু করা হয়। তবে এখনো কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

অভিযান চলার সময় সবাইকে স্থান ত্যাগ করার জন্য সতর্ক করে দেয়া হলেও এখনো অনেকেই ক্যাম্পগুলোতে অবস্থান করছেন।

বিবিসি জানিয়েছে, সেপ্টেম্বরে আন্দোলন শুরুর সময় সেখানে লাখ লাখ মানুষ অংশ নিয়েও এখন সেই সংখ্যা মাত্র কয়েকশতে নেমে এসেছে।

হংকংয়ে গণতন্ত্রের দাবিতে এতোদিন ধরে যে আন্দোলন চলছিল এই অভিযানের মাধ্যমে সেটির অবসান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আন্দোলনকারীদের দাবি, ২০১৭ সালে হংকংয়ে নেতৃত্ব পুরোপুরি ভোটের মাধ্যমে হতে হবে। তবে চীন বলছে, সবাই ভোট দিতে পারবে, কিন্তু নির্বাচনের প্রার্থী বাছাই করবে একটি নির্দিষ্ট কমিটি।

কিন্তু সেই কমিটি বেইজিংয়ের নিয়ন্ত্রিত হবে বলে আন্দোলনকারীরা আশঙ্কা করছে।

আন্তর্জাতিক