রাজশাহী কলেজ বাসের সঙ্গে অপর বাসের সংঘর্ষে ৩ ছাত্রী নিহতের ঘটনায় এক চালকসহ আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ইসলাম পরিবহনের চালক আব্দুল বাতেন (৪৫), তার সহকারী ইমরান হোসেন (২৭) এবং কলেজ ছাত্রীদের বহনকারী লাকি পরিবহনের চালকের সহকারী ইজাবুল (৪৫)।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী নগরীর শিরোইল বাসটার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে বাস দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় লাকি পরিবহনের চালক আব্দুল রাজ্জাককে (৪৫) নগরীর মেহেরচ-ী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে বুধবার তিনি জামিনে মুক্তি পান।
প্রসঙ্গত, ৭ ডিসেম্বর রাজশাহীর কাটাখালীতে রাজশাহীগামী ইসলাম পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে ছাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে রাজশাহী কলেজের ৩ ছাত্রী নিহত এবং ১৩ জন আহত হন।
পরে পুলিশের এসআই বাকী বিল্লাহ মতিহার থানায় মামলাটি দায়ের করেন। এতে ২ বাসের চালক ও তাদের সহকারীদের মামলার আসামি করা হয়।