মিশিগান ও অ্যারিজোনায় মিট রমনির জয়

মিশিগান ও অ্যারিজোনায় মিট রমনির জয়

যুক্তরাষ্ট্রের মিশিগান ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে গত মঙ্গলবার রিপাবলিকান পার্টির প্রাইমারিতে জয়লাভ করেছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি।
এই জয়ের মধ্য দিয়ে রমনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরামকে পেছনে ফেললেন। তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে আসছিল।
নিজের জন্মস্থান মিশিগানে জয়লাভের ফলে রমনি সম্ভাব্য বিপর্যয় এড়াতে সক্ষম হলেন। পরাজিত হলে তাঁর হোয়াইট হাউসে পৌঁছার আকাঙ্ক্ষায় বড় ধরনের আঘাত আসত। মিশিগানে রমনি ৪১ শতাংশ ভোট পান। স্যান্টোরাম পান ৩৭ শতাংশ ভোট।
মিশিগানের প্রাইমারিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছিলেন বিশ্লেষকেরা। মিশিগানেই রমনি জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। তাঁর বাবা এই অঙ্গরাজ্যেরই গভর্নর ছিলেন। এখানে তিনি জিততে না পারলে রিপাবলিকান পার্টির প্রার্থিতা বাছাই অনেকটা অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।
অঙ্গরাজ্যভিত্তিক রিপাবলিকান পার্টির প্রাথমিক এ নির্বাচনের চূড়ান্ত বিজয়ী আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
দুটি অঙ্গরাজ্যে বিজয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে মিট রমনি বলেন, ‘নিজের জন্মস্থান মিশিগানে জয়লাভ করে আমি গর্ব বোধ করছি। এখানে আমি প্রচুর সমর্থন পেয়েছি।’
আগামী ৬ মার্চ ‘সুপার টুয়েসডে’তে ১০টি অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারিকে সামনে রেখে অপর দুই প্রার্থী নিউট গিংরিচ এবং রন পল মিশিগান ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে খুব একটা প্রচারণা চালাচ্ছেন না। মিশিগান থেকে যখন রায় এসেছে, তখন স্যানটোরাম সুপার টুয়েসডের ১০টি অঙ্গরাজ্যের একটি ওহাইয়োতে প্রচারণা চালাচ্ছেন। উল্লসিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এক মাস আগেও তারা জানত না আমরা কে। কিন্তু তারা এখন জানে আমরা কে।’
আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার সঙ্গে রিপাবলিকান দলের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ধারণে সুপার টুয়েসডের ১০টি অঙ্গরাজ্যের প্রাইমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক