লন্ডনের অভিজাত হাসপাতালে বাঘের দন্ত চিকিৎসা

লন্ডনের অভিজাত হাসপাতালে বাঘের দন্ত চিকিৎসা

tigerrবাঘের মুখোমুখি হতে বড় সাহসের দরকার। তার চেয়েও বেশি সাহস লাগে তার মুখগহ্বরে হাত ঢুকিয়ে দাঁতের চিকিৎসা করতে। তবে লন্ডনের হারলে স্ট্রীটের এক অভিজাত হাসপাতালের ডেন্টাল সার্জন নির্ঝঞ্চাটেই কাজটা সম্পন্ন করেছেন।

কেন্টের এক বন্যপ্রাণী পার্কের সুমাত্রান বাঘ ‘আমীর’কে সমপ্রতি অচেতন করে নিয়ে আসা হয় লন্ডনের এই হাসপাতালে।

৯ বছর বয়সী আমীরের একটি দাঁত ভেঙ্গে গিয়েছিল। এ থেকে নানা রকম জটিলতা হতে পারে ভেবে শল্য চিকিৎসার সিদ্ধান্ত নেন পার্কের কর্মকর্তারা। হারলে স্ট্রীটের নামকরা ডেন্টাল সার্জন পিটার কের্টেসজ এই অপারেশন করেন।

বিশেষজ্ঞরা বলেন, বাঘের দাঁতের চিকিৎসা খুবই জটিল। কারণ মানুষের দাঁতের তুলনায় বাঘের দাঁতের শেকড় প্রায় ৬ গুণ বেশি দীর্ঘ।

বাঘটি এখন দ্রুত সুস্থ হয়ে উঠছে। তবে তারপরও আগামী কয়েক সপ্তাহের জন্য এটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আন্তর্জাতিক