ডিসেম্বরের শেষে বাড়বে শৈত্যপ্রবাহ

ডিসেম্বরের শেষে বাড়বে শৈত্যপ্রবাহ

weather9চলতি ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এছাড়া রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসে দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হাল্কা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় দেশের প্রধান নদ-নদীসমূহে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ শীর্ষ খবর