ভারতীয় পণ্য আমদানির বিধি নিষেধ তুলে নিচ্ছে পাকিস্তান

ভারতীয় পণ্য আমদানির বিধি নিষেধ তুলে নিচ্ছে পাকিস্তান

ভারতীয় পণ্য আমদানির ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চলতি বছরের ডিসেম্বরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে বুধবার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

ভারতের সঙ্গে বাণিজ্য অবাধ করার গত বছরের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিশ্লেষকরা মনে করছেন, এটা প্রত্যাশিতই ছিল আর বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ফলে বিরোধী পক্ষও দুর্বল হয়ে যাবে।

ওয়াকিবহাল মহলের মতে, দুই দেশের মধ্যে বৈধ বাণিজ্য রয়েছে বাৎসরিক ২৭০ কোটি মার্কিন ডলার। কিন্তু চোরাচালান পথে এর চেয়ে তিনগুণ বাণিজ্য হয়ে থাকে।

নতুন এই ঘোষণার ফলে ভারতের কালো তালিকাভুক্ত এক হাজার ২শ’টি পণ্য ছাড়া বাকি সব পণ্য পাকিস্তানে আমদানি করতে আর বাধা থাকবে না।

এর আগে ভারতের প্রায় ২ হাজার ধরনের পণ্য আমদানি করতে পারতো পাকিস্তানি ব্যবসায়ীরা।

আন্তর্জাতিক