সিআইএর জিজ্ঞাসাবাদ নিয়ে রিপোর্ট উঠছে সিনেটে

সিআইএর জিজ্ঞাসাবাদ নিয়ে রিপোর্ট উঠছে সিনেটে

senetযুক্তরাষ্ট্রের সিনেটে আজ গোয়েন্দা সংস্থা সিআইএর বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন পেশ হওয়ার কথা রয়েছে। তবে তার আগে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এদিকে রিপোর্ট প্রকাশ হওয়ার পর বিভিন্ন দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হতে পারে বলে আশা করছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে এই প্রথম একটি প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে।

নিরাপত্তার বিবেচনায় সিআইএর কর্মকা- বিষয়ে সব সময়েই চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করা হয়।

আজ মঙ্গলবার সিনেটে প্রতিবেদন পেশ করা হবে। ধারণা করা হচ্ছে, নাইন-ইলেভেনের পর সিআইএ এজেন্টদের দ্বারা সন্দেহভাজন আল-কায়েদা বন্দীদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তাতে।

২০০১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের চালু করা এক গোপন কার্যক্রমের আওতায় সিআইএ বিশ্বের যেকোনো দেশ থেকে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারতো।

পরবর্তীতে সিআইএর জিজ্ঞাসাবাদের কিছু গোপন ভিডিও প্রকাশিত হওয়ার পর তা বিশ্বজুড়ে সমালোচিত হয়।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানান, গত কয়েক মাস ধরে এ রিপোর্ট প্রকাশের পরিকল্পনা করা হচ্ছিল।

এদিকে রিপোর্ট প্রকাশ হওয়ার পর তা নিয়ে বিভিন্ন দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

সে কারণেই রিপোর্ট পেশ হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জস আর্নেস্ট।

আন্তর্জাতিক