আগামী নির্বাচনে জয়লাভ করতে হলে দেশের উন্নয়ন এবং মানুষকে ভালোবাসার রাজনীতি করতে হবে বলে দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান করেছেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাত ৯টায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় প্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান মন্ত্রী।
এর আগে রাত ৮টার দিকে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অনেকদিন ঘরে ছিলেন এবার মাঠে নেমেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কাজ চাই। এবার কাজ হবে।’
বিএনপিকে উদ্দেশ্য কওে তিনি বলেন, ‘সহনশীল রাজনীতি করুণ। ১২ মার্চের কর্মসূচিতে আওয়ামী লীগ কোনো বাধা দেবে না।’
এছাড়া সাগর-রুনি হত্যকা- সম্পর্কে বলেন, ‘এ হত্যাকা- নিয়ে সরকারকে জড়িয়ে খালেদার দেওয়া বক্তব্য ঠিক নয়।’
যোগযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী আগামী মে মাসের ১৫ তারিখের মধ্যে সিলেটের ভাঙা রাস্তা মেরামত করার নির্দেশ দেন।
সন্ধ্যায় যোগযোগমন্ত্রী সিলেট এসে পৌঁছান। তিনি সকাল ১১টায় ঢাকা থেকে সিলেটের পথে রওয়ানা দিয়ে পথিমধ্যে দুর্ঘটনাপ্রবণ বাঁক ছাড়াও ঝুঁকিপূর্ণ মাধবধী, ইটখোলা, শায়েস্তগঞ্জ ও মিরপুর মোড় পরিদর্শন করেন।
সার্কিট হাউসে রাতযাপন শেষে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শাহজালাল (র.) মাজার ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি।
মাজার জিয়ারত শেষে সকাল ৯টার দিকে সুরমা নদীর উপর নির্মাণাধীন ‘কাজির বাজার সেতু’ পরিদর্শনে যাবেন মন্ত্রী।
সিলেট সার্কিট হাউসে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সংসদ সদস্য আবু জাহির চৌধুরী ও জেলা আওয়ামী লীগের আবু নছর অ্যাডভোকেট।