একাত্তরের ঘাতকদের বিচার ব্যাহত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মাঠে নেমেছে। ২ মার্চ (শুক্রবার) বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে সকাল ১১টা থেকে মানববন্ধন কর্মসূচি নিয়েছে ।
পাশাপাশি ঢাকায়ও একই সময় এ কর্মসূচি পালিত হবে। আর এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আ’লীগ নেতৃবৃন্দ। ঢাকায় অবস্থানকারী ওইসব দেশের আওয়ামী পরিবারের লোকজন ঐ মানববন্ধনে অংশ নেবেন।
জাতিসংঘের সামনের কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য তোহরা আলী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানিয়েছেন, মানববন্ধনের পরই জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি দেয়া হবে।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বরাবরেও স্মারকলিপি দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা একযোগে কাজ করছেন এ কর্মসূচি সফল করতে।
রোববার (৪ মার্চ) বেলা ২টায় বিক্ষোভ করবে যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ। নন্দীরহাটে মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়ি-ঘর লুটপাটের প্রতিবাদে ঐক্য পরিষদ এ বিক্ষোভ করবে বলে জানান সংগঠনের সেক্রেটারি সুশীল সাহা।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী জানান, তারা জাতিসংঘের সামনে বিক্ষোভ করবেন ১৮ মার্চ। একাত্তরের ঘাতকদের বিচার ত্বরান্বিত করার দাবি এবং সেই বিচার সম্পর্কে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা বিক্ষোভ করবে এবং মহাসচিব বরাবরে স্মারকলিপি দেবে।
এ বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে জাতিসংঘের সামনে বিক্ষোভ করা হয়েছে বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে। সে বিক্ষোভ থেকে আটক যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিও জানানো হয়।
এদিকে বিএনপির পক্ষ থেকে পুনরায় ৯ মার্চ জাতিসংঘের সামনে মানববন্ধনের কর্মসূচি দেয়া হলো ১২ মার্চে ঢাকা সমাবেশের সমর্থনে। এসব কর্মসূচি নিয়ে কম্যুনিটিতে এক ধরণের উত্তেজনা বিরাজ করছে।
জাতিসংঘের সামনে সরকারের পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচির পাশাপাশি হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং ক্যাপিটল হিলের নীতি-নির্ধারকদের কাছেও গত কয়েক মাস যাবত স্মারকলিপি দেওয়ার হিড়িক পড়েছে।
সশরীরে সাক্ষাতের পাশাপাশি ই-মেইল এবং ফ্যাক্সে দেয়া হচ্ছে স্মারকলিপি। বিএনপি-জামাত ৪ দলীয় জোটের সমর্থকরা এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্টরা দাবি করেন। বিশেষ করে একাত্তরের মানবতা বিরোধি অপরাধী হিসেবে গ্রেফতারকৃতদের নির্দোষ দাবি করে বিস্তারিত তথ্য উল্লেখ করা হচ্ছে এসব স্মারকলিপিতে।
এজন্যে বিশেষ একটি গ্রুপ সার্বক্ষণিকভাবে কাজ করছে বলেও জানা গেছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি শুনানির জন্যে লবিস্ট ফার্ম ভাড়ার তথ্য প্রকাশ করেছে ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি।’
বিএনপি নেতা তারেক রহমানকে ১/১১ পরবর্তী কেয়ারটেকার সরকার গ্রেফতারের দিন সৃষ্টি হওয়া এই সংগঠনের কর্মসূচি চলছে বিএনপির সহযোগী হিসেবে। এ সংগঠনের চেয়ারম্যান আকতার হোসেন বাদল এ সংবাদদাতাকে বলেন, রাজধানী ঢাকায় প্রখ্যাত দুই সাংবাদিক খুনের ঘটনা ধামাচাপা দিতে সরকার যে কর্মকান্ড শুরু করেছে তার ফলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের আর অজানা নেই।
সর্বশেষ নিউইয়র্কে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির পক্ষ থেকে ‘চল চল ওয়াশিংটন চল’ কর্মসূচির অংশ হিসেবে ৫ মার্চ হোয়াইট হাউসের সামনে মানববন্ধনের কথা জানানো হয়েছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে ভারতকে সরে দাঁড়ানোর জন্যে হোয়াইট হাউসের ওপর চাপ সৃষ্টির জন্যে এ কর্মসূচি নেয়া হয়েছে।