তিস্তা চুক্তি নিয়ে ভারত আন্তরিক: হাসিনাকে মনমোহন

তিস্তা চুক্তি নিয়ে ভারত আন্তরিক: হাসিনাকে মনমোহন

১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে(সাইডলাইনে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বৈঠক করেছেন। মালদ্বীপের আদ্দু সিটিতে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে প্রায় ১ টা পর্যন্ত বৈঠক করেন।

আদ্দু সিটি থেকে বাংলাদেশ প্রতিনিধিদলের একজন কর্মকর্তা টেলিফোনে বাংলানিউজকে এ তথ্য জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে দু’নেতা আলোচনা করেন বলেও ওই কর্মকর্তা জানান।

বৈঠকে মনমোহন সিংয়ের পক্ষ থেকে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি তোলা হয়। এসময় মনমোহন সিং নিজে শেখ হাসিনাকে বলেন, ‘চুক্তির বিষয়টি নিয়ে ভারত আন্তরিকভাবে চেষ্টা করছে।’

এ ব্যাপারে মনমোহন সিং আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তা চুক্তির জন্য কিছুটা সময় চেয়েছেন।’

বৈঠকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ইস্যু নিয়েও আলোচনা হয়। আশুগঞ্জে চলমান পরীক্ষামূলক ট্রানজিটের বিষয়টি আলোচনায় এলে দু’পক্ষের তরফ থেকেই বলা হয়, ‘পরীক্ষামূলক ট্রানজিট চলাচলের ত্রুটি বিচ্যুতি খুটিয়ে দেখে ভবিষ্যতে পূর্ণাঙ্গ ট্রানজিট চালু করা হবে।’

দু’দেশের মধ্যে চালু হওয়া সীমান্তহাট নিয়ে কথা প্রসঙ্গে হাসিনা-মনমোহন এ ধরনের হাটকে আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মনমোহন এ সময় হাসিনাকে বলেন, ‘সীমান্তহাটের সংখ্যা বাড়াতে ভারত আগ্রহী।’

নেপাল থেকে বাংলাদেশের ট্রানজিটের পণ্য নিয়ে আগত ট্রাক বাংলাবান্ধা দিয়ে আরও বেশি সংখ্যায় প্রবেশের ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে প্রস্তাব দেন হাসিনা। মনমোহন এতে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

ভারতের দেওয়া ১০০ কোটি ডলার ঋণের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন মনমোহন সিং।

হাসিনা-মনমোহন বৈঠকে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর