বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ওএসডি হওয়া সরকারি কর্মকর্তাদের বৈঠকের খবরকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া উচ্চপর্যায়ের প্রায় ২০ জন সরকারি কর্মকর্তা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন এমন খবর প্রচারিত হয়।পরে রাত ১২টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ খবরকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
ফখরুল দাবি করেন, এই খবরটি জনগণকে বিভ্রান্ত করতে প্রচার করা হচ্ছে।এ ঘটনার কোনো সত্যতা নেই।হীন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এখবর প্রচার করা হচ্ছে।
মির্জা ফখরুল এই সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যম ও জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।