প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের জন্মস্থান ম্যাক্সভিলেতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকেই থেকেই হাজার হাজার সমর্থকরা উপস্থিত হয়েছেন প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের জন্মস্থান ম্যাক্সভিলেতে। ম্যাক্সভিলে হাইস্কুলের সেন্টিনারি হলে হিউজের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। পাশাপাশি ক্রিকেটার মিশেল জনসন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, টম কুপার, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরাসহ দলের সবাই।
শেষকৃত্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউজের সবচেয়ে কাছের মানুষ অধিনায়ক মাইকেল ক্লার্ক, হিউজের বোন মেগান, ভাই জেসন।
বলের আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান ২৫ বছর বয়সী হিউজ।
শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে গত মঙ্গলবার ৬৩ রানে ব্যাট করছিলেন হিউজ। পেসার শন অ্যাবটের বাউন্সারে হুক করতে গিয়ে ঘাড়ে বল লাগে। সাথে সাথে হেলমেট খুলে ফেলেন তিনি। মুখ থুবড়ে পড়ে যান মাঠের মধ্যেই। এরপর থেকে অজ্ঞান ছিলেন হিউজ।–ওয়েবসাইট।