ঢাবিতে এয়ার কোয়ালিটি রিসার্চ অ্যান্ড মনিটরিং সেন্টার প্রতিষ্ঠিত

ঢাবিতে এয়ার কোয়ালিটি রিসার্চ অ্যান্ড মনিটরিং সেন্টার প্রতিষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় এডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস সেন্টারে (সিএআরএস) সম্প্রতি এয়ার কোয়ালিটি রিসার্চ অ্যান্ড মনিটরিং সেন্টার (একিউআরএমসি) নামে একটি আধুনিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠান আগামী বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর একই স্থানে “এয়ার কোয়ালিটি অ্যান্ড ইটস্ কনসিকুয়েন্সেস: গ্লোবাল পারস্পেক্টটিভ’  শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।image_108588_0

একিউআরএমসি-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

এছাড়া, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার মো. মোখলেছুর রহমান, জার্মানির ওপার্টাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. থরসটেন বেন্টার, ঢাকাস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিনান্দ ভন ওয়েহি এবং ইউজিসি’র সাবেক সদস্য ড. এম মহিবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনের দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপচার্য (প্রশাসন) এবং সিপি-২১৯৬ সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে এই কেন্দ্রটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এবং জার্মানির ওপার্টাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় “এস্ট্যাবলিশিং এন এয়ার কোয়ালিটি মনিটরিং সেন্টার (সিপি-২১৯৬)” শীর্ষক সাব-প্রজেক্টের আওতায় প্রতিষ্ঠিত হয়।

শীর্ষ খবর