নাজমুল হুদার খালাসের রায় আপিলে বাতিল

নাজমুল হুদার খালাসের রায় আপিলে বাতিল

বিএনপির সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকে করা মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।image_108576_0

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

বিভিন্ন ঠিকাদারি কাজ দেয়ার কথা বলে আকতার হোসেন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জাহির হোসেন থেকে নাজমুল হুদা তিন কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন। এই অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ দুদক কর্মকর্তা শফিকুল ইসলাম ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।

এরপর ২০০৭ সালের ২৬ আগস্ট বিশেষ জজ আদালতে এই মামলায় নাজমুল হুদাকে ৫ বছরের কারাদণ্ড এবং আড়াই কোটি টাকা জরিমানা এবং সিগমা হুদাকে তিন বছরের দণ্ড দেন।  এই রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা ও সিগমা হুদা হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট তাদেরকে অব্যাহতি দিয়ে খালাসের রায় দেন।

পরে দুদক ও রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে সোমবার আপিল বিভাগ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

আদেশের পরে দুদুকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় মামলার শুনানি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অন্যান্য