একশো কিংবা দুইশো নয় ৫০ হাজার ভূত সেনা ঢুকে পড়েছে ইরাকের সেনাবাহিনীতে। বিশ্বাস হচ্ছে না! ভূত এই সৈন্যরা ডিউটিতেও নেই, হাজিরাতেও নেই কিন্তু মাস শেষে তাদের বেতন ঠিকই পরিশোধ হয়ে যাচ্ছে। আর এটা নিয়েই আসল তাল-গোল!
ইরাকের দুর্নীতি কমিশন সম্প্রতি তাদের এক তদন্তে ৫০ হাজার ভুয়া সৈন্যের তালিকা পেয়েছে। আর সৈন্যরাও সেনাবাহিনীতে ভূত সৈন্য হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, “ভূত সেনাদের বেতন দেয়া বন্ধ করা হয়েছে।”
প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদীর মুখপাত্র রাফিদ জাবোরি বার্তা সংস্থা এএফপিকে জানান, “সর্বশেষ বেতন তালিকা তৈরির সময়ই তদন্ত শুরু করা হয়েছে।”
রাফিদ জাবোরি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী ভূত সৈন্যদের ধরতে অভিযান করার কথা ভাবছেন। একই সঙ্গে সমস্যার মূল কারণও খোঁজে বের করার চেষ্টা করছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে জানান, “যে ৫০ হাজার সৈন্যের নাম এসেছে এরা হয় সেনাবাহিনী থেকে পালিয়ে গেছে নতুবা সাম্প্রতিক সময়ের লড়াইগুলোতে নিহত হয়েছে।”-বিবিসি।