বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কৃষি প্রযুক্তি মাঠ পরিদর্শন ও কৃষি প্রযুক্তি প্রদর্শনী-২০১২ উদ্বোধন করতে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে আসছেন।
বারি’র জনসংযোগ কর্মকর্তা মাহবুবা আফরোজ চৌধুরী বাংলানিউজকে জানান, বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
তিনি আরো জানান, কৃষি সচিব মঞ্জুর হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বারি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এমপি।
তিন দিনের ওই প্রদর্শনীর প্রথম দিন বৃহস্পতিবার বিকেল ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ও অন্য দু’দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রীর সেখানে ‘কৃষি প্রযুক্তি হাত বই’র মোড়ক উন্মোচন, আমের হাইব্রিড চারা রোপন এবং কৃষি প্রযুক্তি প্রদর্শনী মাঠ ও স্টল পরিদর্শন করার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত রাস্তার দু’ধারে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে আসতে পারেন এ আশংকায় মহাসড়ক তুলনামূলকভাবে কম সাজানো হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপুর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দলের সভাপতিকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।