খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

khaleda courtজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টে আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ খারিজ করে দেন।

বেগম খালেদা জিয়ার পক্ষে আদালতে ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট জয়নুল আবেদীন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুর্নীতি তমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন এডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে সোমবার আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার করা আরো দুটি আপিলও খারিজ করে দেন। এই নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল  ট্রাস্ট দুর্নীতি মামলাকে কেন্দ্র করে খালেদা জিয়ার করা ৩টি আপিলই খারিজ করা হলো।

২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে রমনা থানায় মামলাটি করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাজনীতি