চার হাজার দুই’শ ছয়টি পদের জন্য ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার সন্ধ্যায় পিএসসি’র ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এর মধ্যে শিক্ষা ক্যাডারে (শিক্ষক প্রশিক্ষণ কলেজ) ১১২, শিক্ষা ক্যাডারে (সাধারণ কলেজ) ৬০৭টি, প্রফেশনাল টেকনিকাল ক্যাডার দুই হাজার ৯শ’ ৫ এবং সাধারণ ক্যাডারে ৫৮২ জন।
সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসনে ৩০০টি, পররাষ্ট্রে ১৬ এবং পুলিশে ৮৯ জনসহ ৫৮২ টি। প্রথম বারের মতো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দিতে হবে।
৮ মার্চ সকাল ১০টা থেকে ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফরম পূরণ করা যাবে।