ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিট সমন্বয়কারী সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।
তিনি সমকালকে বলেন, ‘ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইউনিট সমন্বয়কারীর কার্যালয়) নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। আশা করি, আজ সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd))-এ ফল পাওয়া যাবে।’
তিনি আরো বলেন, ‘এবার ই ইউনিটে ১৭৫টি আসনের বিপরীতে মোট ১০ হাজার ২শত ৪৬ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এক আসনের বিপরীতে ৭৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।’
ড. জাহিদুল ইসলাম জানান, আগামী ৭ ও ৮ ডিসেম্বর মেধা তালিকায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকার বিভাগীয় কার্যালয়ের সভাপতি কক্ষে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।
৭ ডিসেম্বর প্রথম শিফট এবং ৮ ডিসেম্বর দ্বিতীয় শিফট থেকে মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হবে বলেও জানান তিনি।